About Us - আমাদের সম্পর্কে
নাবা টেক শপ কি?
নাবা টেক শপ একটি বাংলাদেশি অনলাইন ভিত্তিক ই-কমার্স ওয়েবসাইট। ইলেক্ট্রনিক্স হবিস্ট এবং প্রফেশনালদের নিকট স্বল্প মূল্যে এবং দ্রুত সময়ে মান সম্পন্ন কম্পোনেন্ট, পার্টস, মডিউল, টুলস ইত্যাদি পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই শপটি যাত্রা শুরু করে। মূলত নাবা টেক শপ হচ্ছে নাবা টেক ওয়ার্ল্ড এর একটি সহযোগী প্রতিষ্ঠান। নাবা টেক ওয়ার্ল্ড একটি ডিজিটাল লার্ণিং প্ল্যাটফর্ম। এখানে ইলেক্ট্রনিক্স, রোবটিক্স, টেকনোলজি সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ব্যবহৃত যন্ত্রপাতি, কম্পোনেন্ট, মডিউল, টুলস ইত্যাদি জিনিসপত্র যাতে করে সবাই সহজে সংগ্রহ করতে পারে সে লক্ষ্যেই এই শপটি খোলা হয়।
নাবা টেক শপ কেন অন্যদের থেকে আলাদা?
নাবা টেক শপ এর মতো বর্তমানে আরো অনেক গুলো ই-কমার্স ওয়েবসাইট রয়েছে। তবে আমরা সবসময় বলে থাকি আমরা অন্যদের থাকা আলাদা। কারণ, আমরা শুধু ইলেক্ট্রনিক্স কম্পোনেন্ট বিক্রি করি না। একজন হবিস্ট কিংবা শিক্ষার্থী একটি প্রজেক্ট তৈরী করার জন্য যেই কম্পোনেন্টটি সবচেয়ে ভালো এবং সহজ হবে আমরা সেটাই কাস্টমারকে অফার করি। আপনারা যদি আমাদের মূল প্রতিষ্ঠান নাবা টেক ওয়ার্ল্ড সম্পর্কে জেনে থাকেন তাহলে নিশ্চয় এটাও জানেন আমরা চাই সবাই প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করুক। ইলেক্ট্রনিক্সের জটিল বিষয়গুলোকে সাধারণ শিক্ষার্থী এবং হবিস্টদের নিকট সহজবোধ্যভাবে উপস্থাপন করার জন্য আমরা সর্বদা কাজ করে যাই। তাই আমরা খুব ভালো করে জানি একজন লার্ণারের জন্য কোন জিনিসটা বেস্ট হবে।
একটি প্রজেক্ট তৈরী করার জন্য যে কম্পোনেন্ট গুলো প্রয়োজন সেগুলো অর্ডার করার পর বাসায় নিয়ে যদি দেখেন সেগুলো নষ্ট তাহলে কেমন লাগবে? সেজন্য আমরা প্রত্যেকটা কম্পোনেন্টই চেষ্টা করি টেস্ট করে তারপর কাস্টমারের নিকট পাঠাতে। এছাড়াও পণ্য বিক্রয়ের পর আমরা কাস্টমারকে যে কোন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। কাস্টমার কোন কম্পোনেন্ট নিয়ে সমস্যার সম্মুখীন হলে আমাদের টেকনিক্যাল টিম চেষ্টা করে তার সমাধান দেয়ার। এজন্যই আমরা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা।
আমাদের লক্ষ্য ও উদ্দ্যেশ্য
- ইলেক্ট্রনিক্স হবিস্ট ও প্রফেশনালদের নিকট স্বল্প মূল্যে ও দ্রুত সময়ে মান সম্পন্ন কম্পোনেন্ট পৌঁছে দেয়া।
- আমাদের দেশে এভেইলেভল না এমন কম্পোনেন্ট সোর্স করে দেয়ার ব্যাপারে সহযোগিতা করা।
- যে কোন ধরনের ইলেক্ট্রনিক্স প্রজেক্ট তৈরীর ব্যাপারে টেকনিক্যাল সাপোর্ট এবং প্রয়োজনীয় সব কম্পোনেন্ট ও টুলস সরবারহ করা।
- বিভিন্ন ধরনের কম্পোনেন্ট ও মডিউল ব্যবহারের উপায় সম্পর্কে টিউটোরিয়াল তৈরী করা।
- বাস্তব জীবনে ব্যবহার উপযোগী বিভিন্ন প্রজেক্ট তৈরীর উপর ওয়ার্কশপ এবং ট্রেনিং এর ব্যবস্থা করা।
What is Naba Tech Shop?
Naba Tech Shop is a Bangladesh-based online e-commerce platform. It was founded with the goal of providing high-quality components, parts, modules, and tools at affordable prices and in the shortest possible time to electronics hobbyists and professionals.
Naba Tech Shop is essentially a sister concern of Naba Tech World, a digital learning platform. At Naba Tech World, we provide training on electronics, robotics, technology, and more.
To ensure that learners can easily access the tools, components, and modules used during training, we established this shop.
What Makes Naba Tech Shop Different?
There are many e-commerce websites like Naba Tech Shop today, but we always say—we’re different from the rest.
We don’t just sell electronic components. We offer guidance and recommend the best and most user-friendly components for students and hobbyists based on their project needs.
If you know about our parent platform, Naba Tech World, you’ll know we’re passionate about helping everyone gain knowledge in technology.
We work continuously to make complex electronics topics easy and understandable for beginners and enthusiasts.
That’s why we understand exactly what a learner needs for a project.
Imagine ordering components for a project, only to find out they’re faulty when you get them—how frustrating would that be?
That’s why we try to test every component before shipping it to our customers.
Even after selling the product, we provide technical support to help our customers. If someone faces a problem with a component, our technical team tries their best to offer a solution.
That’s what makes us truly different.
Our Mission and Vision
To deliver high-quality components at affordable prices and in a timely manner to electronics hobbyists and professionals.
To assist in sourcing components that are not readily available in our local market.
To provide technical support and supply all necessary components and tools for building any electronics project.
To create tutorials on how to use various components and modules.
To organize workshops and training on building practical, real-life electronics projects.